Enrico Fermi and His Contribution
বিশ্বের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাকটর Chicago Pile-1 এর সৃষ্টিকর্তা এবং আধুনিক নিউক্লিয়ার যুগের জনক ENRICO FERMI , ২৯ এ সেপ্টেম্বর ১৯০১ সালে ইতালির রাজধানী রোমে জন্মগ্রহণ করেন ।। বাবা Alberto Fermi মা Ida de Gattis এর তৃতীয় সন্তান ছিলেন ফার্মি।। বাবা ছিলেন রেলওয়ে বিভাগের প্রধান কর্মচারী ও মা ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষিকা।।ছেলেবেলায় একটি আন্দ্রে কারাফ্ফা লেখা একটি বই Elementorum physicae mathematicae এনরিকোর চোখে পড়ে।। এই বইটির ওপর ভিত্তি করে এনরিকো তার বন্ধু Enrico Persico সাথে মিলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ মাপার জন্য Gyroscope তৈরি করেন এছাড়া দাদা Giulio সাথে মিলে বৈদ্যুতিক মোটর সহ নানান জিনিস তৈরি করেন।। দাদা ১৯১৫ সালে গলার সংক্রমণে মারা যান।। ১৯১৮ সালের জুলাই মাসে এনরিকো পিসা বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে ভর্তি হন।।১৭ বছরের বালক এনরিকো Fourier analysis পদ্ধতি ব্যাবহার করে কম্পনশীল ধাতুর Differential Equation তৈরি ও সমাধান করেন এছাড়া এই পিসা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার জন্য এনরিকো Specific characteristics of Sounds এর ওপর একটি প্রবন্ধ লেখেন।। বিশ্ববিদ্...