Posts

Showing posts from September, 2020

Enrico Fermi and His Contribution

Image
বিশ্বের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাকটর Chicago Pile-1 এর সৃষ্টিকর্তা এবং আধুনিক নিউক্লিয়ার যুগের জনক ENRICO FERMI  , ২৯ এ সেপ্টেম্বর ১৯০১ সালে ইতালির রাজধানী রোমে জন্মগ্রহণ করেন ।। বাবা Alberto Fermi মা Ida de Gattis এর তৃতীয় সন্তান ছিলেন ফার্মি।। বাবা ছিলেন রেলওয়ে বিভাগের প্রধান কর্মচারী ও মা ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষিকা।।ছেলেবেলায় একটি আন্দ্রে কারাফ্ফা লেখা একটি বই Elementorum physicae mathematicae এনরিকোর চোখে পড়ে।। এই বইটির ওপর ভিত্তি করে এনরিকো তার বন্ধু Enrico Persico সাথে মিলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ মাপার জন্য Gyroscope তৈরি করেন এছাড়া দাদা Giulio সাথে মিলে বৈদ্যুতিক মোটর সহ নানান জিনিস তৈরি করেন।। দাদা ১৯১৫ সালে গলার সংক্রমণে মারা যান।।   ১৯১৮ সালের জুলাই মাসে এনরিকো পিসা বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে ভর্তি হন।।১৭ বছরের বালক এনরিকো Fourier analysis পদ্ধতি ব্যাবহার করে কম্পনশীল ধাতুর Differential Equation তৈরি ও সমাধান করেন এছাড়া এই পিসা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার জন্য এনরিকো Specific characteristics of Sounds এর ওপর একটি প্রবন্ধ লেখেন।। বিশ্ববিদ্...

A Short Biography On MICHAEL FARADAY

Image
MICHAEL FARADAY was an English Scientist born on 22 September 1791 at NEWINGTON BUTTS .. As a son of a blacksmith he couldn't continue further study rather than primary..                        MICHAEL FARADAY   He started his occupation as a book binder under his master... But from his craving of knowledge, he started to read every book passed through his hands.. he had developed an interest in scientific research.. Once a master, praised by his bind work handed him a ticket to attend a lecture of SIR HUMPHREY DAVY in 1812..This lecture changed the mode of FARADAY'S life.. FARADAY presented an a binded book of his lecture to SIR HUMPHREY DAVY.. This brought DAVY'S attention to him.. While DAVY was recovering from laboratory accidents, he appointed FARADAY as a laboratory assistant.. This brought FARADAY to the original scientific world..                ...

Formation Of The Elements In Periodic Table

Image
আমদের এই মহাবিশ্ব বিভিন্ন মৌল ও তাদের যৌগ দিয়ে তৈরি( শতকরা হিসাবে HYDROGEN 74% HELIUM 25% বাকি সব মৌলগুলি 1% এর কম) ।।আমরা সবাই জানি BIG BANG এর ফলে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়।। কিন্তু আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে সকল মৌল দিয়ে তৈরি তার সৃষ্টি এই সময় হয়নি পরবর্তী কালে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে এই সকল মৌলের সৃষ্টি হয়।। BIG BANG এর 3 মিনিট পর মহাবিশ্ব এতটা ঠান্ডা হয়ে যায় যে PROTON, NEUTRON যুক্ত হয়ে HYDROGEN, HELUIM পরমাণু তৈরী হয়ে যায় কিন্তু আবার এতটা গরম ছিল যে এই NUCLEUS গুলোর সাথে ELECTRON যুক্ত হয়ে পরমাণু তৈরি হওয়া সম্ভব ছিল না।। BIG BANG পর 380000 বছর পর মহাবিশ্ব পরমাণু গঠনের উপযুক্ত ঠান্ডা হয়ে যায়।।BIG BANG এর ফলে সৃষ্ট ইলেকট্রন ও প্রোটন পরস্পরের সাথে যুক্ত হয় প্রথম মৌল HYDOGEN(1), HELIUM(2) ও কিছু পরিমাণে LITHIUM(3) তৈরি হয়।।।।কিন্তু মজার ব্যাপার হলো LITHIUM(3) এর পরবর্তী কোন মৌলই এই সময়ে সৃষ্টি হয় নি।। তারা পরবর্তী কালে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়।। এবার দেখা যাক LITHIUM(3) এর পরবর্তী মৌল গুলো কিভাবে তৈরি হয় সূর্যর মত AVERAGE STAR গুলো নিজে...

Uncertainty Principle and Hawking Radiation

Image
Hawking Radiation বোঝার আগে আর একটা জিনিস জানতে হবে সেটা হল Heisenberg's Uncertainty Principle ।                             Werner Heisenberg   যা বলে যে কোন subatomic particle এর ক্ষেত্রে তার অবস্থানগত অনিশ্চয়তার মান ও ভরবেগগত অনিশ্চয়তার মান সব সময় অশূন্য হয়।। ( h হল Planck's constant , Δx হল অবস্থান গত অনিশ্চয়তা Δp হল ভরবেগ গত অনিশ্চয়তা )।। এর আর একটি রূপ হল  অর্থাৎ কোন subatomic particle এর ক্ষেত্রে শক্তিগত অনিশ্চয়তা আর অবস্থান এর সময়কাল এর অনিশ্চয়তা উক্ত ধ্রুবক এর থেকে বেশি হয়।। ফলে এমন particle pair(particle and anti particle**)।।ফলে এমন কোন particle থাকে যাদের শক্তিগত অনিশ্চয়তা শূন্য তবে তাদের ক্ষেত্রে তাদের আয়ুষ্কালগত অনিশ্চয়তা অসীম।।ফলে particle টি আদৌ অবস্থান করে না।। ফলে যে সমস্ত particle এর শক্তি তত্ত্বগত ভাবে শূন্য মানে যাদের অস্তিত্ব নেই তাদের শক্তিও এই সূত্র অনুসারে কিছু শক্তি আছে এর ফলে vaccum এও কিছু শক্তি আছে।।।তাই এরূপ particle  যাদের শক্তি ΔE...